বিদেশি ভাই – VOIP প্রতারণার হাত থেকে সাবধান!
আপনদের ছেড়ে কতো না কষ্ট করেন বিদেশে থাকেন। টাকার জন্য পরিশ্রম করেন দিনরাত। অতিরিক্ত কিছু টাকা ইনকামের জন্য করেন voip ডলার ব্যবসা। কিন্তু আপনার একটু ভুলের জন্য আপনার কষ্টের টাকা চলে যায় প্রতারকের কাছে। আমি কিছু আপনাদের পরামর্স দিছি যাতে আপনারা কেও যেন আর প্রতারিত না হন। কিছু সংখ্যক লোক আছে যারা নিজে কিছু করবে না আবার অন্য কাওকে কিছু করতে দিবে না। বাজার থেকে অনেক কম মূল্যে অনেক বেশি মিনিট বা কমিশন দিয়ে কিছুদিন আপনার সঙ্গে ব্যবসা করবে। এরপর আপনি যখন বেশিকরে পামেন্ট (টাকা ) দিবেন তখন সে আর আপনাকে ব্যালান্স অ্যাড না করে আত্মসাত করবে। বিকাশ বা লোড এ দেখবেন ব্যালান্স নেই. বা চার্জ বেসি করে কেটে নিয়েছে অথবা দেখবেন আপনার একাউন্ট ওপনে হচ্ছেনা । এইরকম অনেক সমস্যা। কল আর ক্ষেত্রে দেখবেন আপনার মিনিট নেই. অথবা ৪০-৪৫ সেকেন্ড অ এক মিনিট হয়ে যাবে আপনি তা বুজতে পারবেন না, অথবা আপনার ব্যালান্স থাকবে না। যেভাবে চিনবেন প্রতারক কে ?? * দুদিন পর পর নাম চেঞ্জ করবে। * বাজার থেকে অনেক কম মূল্যে বেসি মিনিট দিবে বা কমিসন দিবে। * নতুন নম্বর ব্যবহার করবে। * নতুন skype, yahoo, Gmail etc.. একাউন্ট ব্যবহার করবে। * লোভে দেখাবে * অফিস দেখে ভাব নিবে। * মেয়েদের দিয়ে কথা বলাবে ( অনেক বড় ধরনের চিটারী ) . * আরো অনেক রকম আছে যেটা আপনাকে খুঁজে বের করে বুজতে হবে। যে ভাবে প্রতারণা থেকে বাচতে পারেন ?? * আপনি দেখবেন প্রথম থেকে কে এক-ই নম্বর ব্যবহার করে. * একটা id ( skype, yahoo, Gmail etc) নাম ব্যবহার করে। * অনেক পুরাতন ফেইসবুক আইডি। * পুরাতন ফোন নম্বর। * সবার সঙ্গে তাল দিয়ে সামান্য কিছু মিনিট বা কমিসন কম বেশি দিবে। * মেয়েদের কে ব্যবহার করবে না। * মিথ্যা কথা বলবে না। * জায়গা পরিবর্তন করবে না। * যার সঙ্গে ব্যবসা করবেন তার গ্রামের বাড়ি কোন খানে তা জানবেন। * আরো কথা বলে দেখবেন তার কথা কেমন তা হলেই আসা করি বুজতে পারবেন ইনশে-আল্লাহ।
অনেক কথা বললাম ভুল হলে মাফ করবেন। আর আমার জন্য দুয়া করবেন যাতে আরো কিছু আপনাদের জন্য লিখতে পারি
মো: তৌহিদ হোসাইন
মোবাইল নাম্বারঃ +8801616-455121
No comments:
Post a Comment